The Daily Adin Logo
সারাদেশ
ঠাকুরগাঁও প্রতিনিধি

শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫

ছাত্র আন্দোলনে ত্রাস সৃষ্টিকারী রামদা জ্যোতি গ্রেপ্তার

ছাত্র আন্দোলনে ত্রাস সৃষ্টিকারী রামদা জ্যোতি গ্রেপ্তার

জুলাই ছাত্র আন্দোলনের ত্রাস ‘রামদা জ্যোতি’ পুলিশের হাতে আটক হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ৪ আগস্ট ছাত্র আন্দোলনের সময় জেলা যুবলীগের একদল কর্মীর সঙ্গে মিলে প্রকাশ্য আন্দোলনকারীদের ওপর হামলা চালান জ্যোতি। জ্যোতি মুক্তিযোদ্ধার সন্তান কোটায় পুলিশ কনস্টেবল পদে চাকরি নেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি খালি গায়ে হাতে রামদা নিয়ে আন্দোলনরত ছাত্রদের ওপর তাণ্ডব চালিয়েছে। ওই হামলায় বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হন। ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তবে পুলিশের নজরদারিতে থাকার পর শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জ্যোতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে নাশকতা, হামলা ও অস্ত্র আইনসহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

জ্যোতির গ্রেপ্তারের খবরে আন্দোলনকারী শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন, হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালানোর সাহস না পায়।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, জ্যোতি এলাকায় নিজেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা হিসেবে পরিচয় দিতেন। আ.লীগের আড়ালে তিনি এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করতেন। ছাত্র আন্দোলনের সময় তিনি রামদা হাতে ছাত্রদের ওপর হামলা করেছিলেন। রামদাসহ তার ছবি ফেসবুকে ভাইরালও হয়। তারপর থেকে তার নামের পরে রামদা জ্যোতি হিসেবে পরিচিতি পায়। এমন সন্ত্রাসী গ্রেপ্তারে এলাকায় কিছুটা স্বস্তি ফিরেছে।

এ বিষয়ে সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, জ্যোতির বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। আমরা তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.