The Daily Adin Logo
সারাদেশ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

পরকীয়ার জেরে গোপালগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী

পরকীয়ার জেরে গোপালগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পরকীয়ার জেরে রুবেল সরদার (৩৫) নামে এক ব্যবসায়ীর পুরুষাঙ্গ কেটেছেন তার স্ত্রী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার কুশলা ইউনিয়নের বিরামের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী রুবেল সরদার বিরামের কান্দি গ্রামের মনজেল সরদারের ছেলে ও ঘাঘর বাজারের অ্যালুমিনিয়াম ব্যবসায়ী।

জানা গেছে, ১০ বছর আগে রুবেল সরদার প্রেম করে একই গ্রামের আমীর আলী শেখের মেয়ে রেশমা বেগমকে বিয়ে করেন। এই সংসারে রুবেলের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

তবে সম্প্রতি রুবেল হিন্দু সম্প্রদায়ের এক গৃহবধূসহ একাধিক পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় রুবেলকে নিয়ে একাধিকবার শালিস বৈঠক হয়। শালিস বৈঠকে রুবেল আর কোন মেয়ের সাথে পরকীয়ায় জড়াবেনা বলে প্রতিশ্রুতিও দেয়। কিন্তু তারপরও ফের রুবেলের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ উঠলে স্বামী-স্ত্রীর মাঝে দাম্পত্য কলহের সৃষ্টি হয়।

এমন পরিস্থিতিতে সোমবার রাতে স্বামী-স্ত্রীর কথাকাটাকাটির পর রুবেল ঘুমিয়ে পরে। এরপর গভীর রাতে স্ত্রী রেশমা বেগম ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে স্বামী রুবেলের পুরুষাঙ্গ কেটে ফেলেন। পরে রুবেলের চিৎকারে তার পরিবারের লোকজন এগিয়ে আসলে রেশমা বেগম পালিয়ে যায়।

রুবেলের বাবা মনজেল সরদার বলেন, রুবেলের চিৎকারে আমরা তার ঘরে গিয়ে দেখি রুবেলের পুরুষাঙ্গ গোড়া থেকে দ্বিখন্ডিত করা। সারা বিছানা রক্তাক্ত। এ অবস্থায় রুবেলকে দ্রুত কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসি। এখানের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রুবেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে রুবেলের চিকিৎসা চলছে। ঘটনার পর রুবেলের স্ত্রী পালিয়ে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.