The Daily Adin Logo
সারাদেশ
রূপালী প্রতিবেদক

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

সিএমপি‍‍`র বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৬

সিএমপি‍‍`র বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৬

গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রুজুকৃত মামলাসহ সন্ত্রাসবিরোধী আইনে ৪৬ জনকে গ্রেপ্তার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২.০০ ঘটিকা হতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা  হলেন- কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ ছালামত আলী চৌধুরী (৭০), শেখ রাসেল স্মৃতি সংসদ, কোতোয়ালী, চট্টগ্রাম এর যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর মিয়া(৩২), কোতোয়ালী থানাধীন শেখ রাসেল স্মৃতি সংসদ এর যুগ্ম সাধারন সম্পাদক, মোঃ আলাউদ্দিন (৩৮), সাব্বির হোসেন মন্ডল (৪৬), আরফান উদ্দিন (৩৩), রহিম উদ্দিন রাজিব (২৭), মোঃ সাজ্জাদ হোসেন রিয়াজ (২৭), মুহাম্মদ আরিফ সিকদার প্রঃ মুন্না (৩৩), মোঃ রনি (৩৯), বন্দর থানার আসামী মোঃ শামীম (২৮), পাহাড়তলী থানার আসামী মোঃ শাহজাহান প্রঃ সাজু(৪০), মোঃ জাকির হোসেন(২২), মোঃ শরিফ উদ্দিন(২২), কর্ণফুলী থানার আসামী শিকলবাহা ইউনিয়নের ৫নং ওয়ার্ড সভাপতি মোঃ নুরুল ইসলাম(৫৬), চরলক্ষ্যা ইউনিয়নের ৮নং ওয়ার্ড সহ সভাপতি, মোঃ নুরুল আলম(৫৫), ডবলমুরিং থানার আসামী, আবু আহাম্মেদ(৫৭), মোঃ আসিফুর রহমান আসিফ(৩৮), আকবরশাহ থানার আসামী আব্দুল মালেক সওদাগর(৫৫), মাহফুজুর রহমান প্র সুজন(২৭), মিরাজ উদ্দিন রবিন(২৪), মোঃ পারভেজ(২৭), মুনতাসির আবছার প্রঃ রিফাত (২৩), মোঃ নুরুল জামান (২৩), মোঃ ইবনে মিজান প্রঃ রুবেল(৪৫), চকবাজার থানার আসামী তুহিন মুরাদ(৩২), ইপিজেড থানার আসামী মোঃ জাহিদুল ইসলাম (৩৮), সদরঘাট থানার আসামী, মোঃ ইশতিয়াক মুন্না (৩৫), মোঃ ইলিয়াছ (৫১), বায়েজিদ বোস্তামী থানার আসামী মোঃ আব্দুল মমিন আনজুম (২৭), মোঃ আব্দুল আলী কালু, মোঃ ওয়াহিদ (২৭), পাঁচলাইশ মডেল থানার আসামী মোঃ মোজাম্মেল তারেক (২৪), সৈয়দ নিজামুল হক (২৮), বাকলিয়া থানার আসামী আলহাজ্ব মোঃ গোলাম নবী (৫৫), মোঃ আনিসুল ইসলাম সৌমিক (৩১), মোঃ মাহিম (১৯), মোঃ আরিফ হোসেন (২৪), মোঃ শহিদুল ইসলাম শাওন (২৪), পতেঙ্গা মডেল থানার আসামী মোঃ আলী আজগর (৪০) , মাহমুদুল হক(৫০), চান্দগাঁও থানার আসামী মোঃ আরিফ (২০), মোঃ সুমন (৩০), তৌহিদুল ইসলাম (৩২), এসএম সেলিম উদ্দিন (৫৪) খুলশী থানার আসামী ৪৫। মোঃ মনির (৩৬) ও  মোঃ সানি (২৯)।

উল্লেখ্য যে, উপরোক্ত আসামীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসী বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.