The Daily Adin Logo
সারাদেশ
টাঙ্গাইল প্রতিনিধি

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

গুঁড়িয়ে দেওয়া হল টাঙ্গাইল জেলা আ.লীগের কার্যালয়

গুঁড়িয়ে দেওয়া হল টাঙ্গাইল জেলা আ.লীগের কার্যালয়

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ৪টার দিকে  শহরের মেইনরোডে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে ভেকু দিয়ে গুঁড়িয়ে দেয়। এতে ওই সড়‌কে যানচলাচল বন্ধ হ‌য়ে যায়। কার্যালয়  গু‌ড়ি‌য়ে দেয়ার পর বৈষম‌্যবি‌রোধী আন্দোলনকারীরা একু‌শে পদকপ্রাপ্ত ও জেলা আওয়ামী লীগের সভাপ‌তি ফজলুর রহমান খান ফারু‌কের বাসার দি‌কে যায়। 

বৈষম‌্যবি‌রোধ‌ী ছাত্র জনতার উদ্যো‌গে আওয়ামী লী‌গের দলীয় কার্যালয়‌টি ভাঙা হয়। এতে নেতৃত্ব দেন ছাত্র জনতার মারিয়াম মোকাদ্দাস মি‌ষ্টি। এসময় সেখা‌নে বি‌ভিন্ন স্লোগান দি‌তে থা‌কে তারা। 

এসময় বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক  উপ‌স্থিত ছিলেন।

এরআগে মারিয়াম মোকাদ্দাস মি‌ষ্টি তার ফেসবুক আইডি‌তে আওয়ামী লীগ কার্যালয় ভাঙার ঘোষণা দেয়। প‌রে নির্ধা‌রিত সম‌য়ে এক‌টি ভেকু দি‌য়ে দলীয় কার্যালয়‌টি ভ‌াঙা হয়। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.