The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর বেওনেটের (গজাল আকৃতির অস্ত্র) আঘাতে বারিকুল (৩৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত বারিকুল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজ গন্নাথপুর স্কুলঠাম এলাকার সেতাউর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর বারিকুলসহ ৫ থেকে ৬ জনের একটি দল রঘুনাথপুর ও হাসানপুর সীমান্তের মধ্যবর্তী এলাকায় যান। এক পর্যায়ে বিএসএফ তাদেরকে ধাওয়া করলে বাকিরা পালিয়ে আসলেও বিএসএফের বেওনেটের আঘাতে বারিকুল নিহত হন। পরে বিএসএফ ভারতের অভ্যন্তরে পদ্মার চরে মরদেহ ফেলে চলে যায়।

দুর্লভপুর ইউপি চেয়ারম্যান আজম আলী জানান, বিএসএফের বেওনেটের আঘাতে বারিকুল মারা যান। পরে আমরা হাসানপুর ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করি। তারা মৃত্যুর বিষয়টি জানে না বলে রঘুনাথপুর ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক মো. মনিরুজ্জামান জানান, এ বিষয়ে আমি কিছু জানি না। খোঁজ নিলে বিস্তারিত জানা যাবে।

এই দুঃসময়ে বারিকুলের পরিবার ও স্বজনদের প্রতি আমাদের গভীর সমবেদনা।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.