The Daily Adin Logo
সারাদেশ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

চুয়াডাঙ্গা ট্রেনে কাটা পড়ে ওয়াদুদ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঝিনাইদহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) স্টেশনে পৌছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় সনাক্ত করেন। নিহত ওয়াদুদু হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন হাসপাতালপাড়ার আজমত আলীর ছেলে। 

এর আগে রাত ৩টার দিকে খুলনা থেকে ছেড়ে মেইল ট্রেন নকশিকাঁথা এক্সপ্রেসে এ দূর্ঘটনা ঘটে। 

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির (জিআরপি) উপ-পরিদর্শক (এসআই) জগদীশ বসু এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রাতে কর্তব্যরত স্টেশন মাষ্টার বিষয়টি জানালে আমরা ঘটনায়স্থল থেকে মরতে উদ্ধার করি। ঝিনাইদা পিবিআই পুলিশকে খবর দেওয়া হলে তারা সকালে এসে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় সনাক্ত করেন। আমরা সেই ঠিকানা অনুযায়ী পরিবারের সদস্যদের খোঁজার চেষ্টা করছি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.