The Daily Adin Logo
সারাদেশ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

৫৪ ঘণ্টা পর ছাত্র অধিকার পরিষদ নেতা অন্তরকে উদ্ধার

৫৪ ঘণ্টা পর ছাত্র অধিকার পরিষদ নেতা অন্তরকে উদ্ধার

গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তরকে নিখোঁজের ৫৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) ভোরে উদ্ধার করেছে পুলিশ। একটি নির্ভরযোগ্য সূত্র এ খবর নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার মধ্যরাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামের মো. সোলায়মানের ছেলে রবিউল আউয়াল অন্তর (৩০)।

জানা গেছে, রবিউল আউয়াল কলাপাড়া পৌরশহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বৃহস্পতিবার রাতে লোন্দা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এরপর থেকে তাকে খুঁজে পাচ্ছিলেন না স্বজনরা। কলাপাড়া থানা পুলিশ তার ব্যবহৃত মোটরসাইকেলটি কলাপাড়া-পটুয়াখালী সড়কের পায়রা পোর্ট ফোরলেন ও সিক্সলেন সড়কের মাঝ বরাবর রজপাড়া মাদরাসা সংলগ্ন সড়ক থেকে পার্কিং করা অবস্থায় উদ্ধার করে। এর কিছুটা দূর থেকে একটি হেলমেট উদ্ধার করা হয়।

অন্তরের বড় ভাই তুষার আল মামুন এ ঘটনায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় শুক্রবার একটি মামলা করেন।

কলাপাড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাম্মদ জুয়েল ইসলাম জানান, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা অন্তরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করে বিস্তারিত জানাবেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.