The Daily Adin Logo
সারাদেশ
নিজস্ব প্রতিবেদক

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

ময়মনসিংহে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ময়মনসিংহে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ময়মনসিংহের হালুয়াঘাটে এক কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে র‍্যাব-১৪। যেখানে রয়েছে ৩ হাজার ৭২০ কেজি জিরা, ২১ হাজার ৫৯৮ পিস জনসন্স বেবি সোপ এবং ৪০ বস্তা কাপড়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার মরাগাঙ্গের কান্দা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ওই এলাকায় ভারত থেকে চোরাই পথে আনা জিরা ও অন্যান্য পণ্য বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। পরে র‌্যাবের একটি আভিযানিক দল হাবিবুর রহমান (৩৫) নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে হাবিবুরসহ আরও ২-৩ জন পালিয়ে যায়। পরে অভিযানে হাবিবুরের বসতঘরের বিভিন্ন কক্ষ থেকে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।

র‌্যাব-১৪‍‍`র সিনিয়র এসপি মো. নাজমুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এসব পণ্য চোরাই পথে এনে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে মজুদ করা হচ্ছিল। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে এ তথ্য নিশ্চিত হয়েছে। চোরাচালান প্রতিরোধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.