The Daily Adin Logo
সারাদেশ
নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে মাটি ভরাট

সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে মাটি ভরাট

দিনাজপুরের বিরামপুরে সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গা দখল করে মাটি ভরাট করছেন বিরামপুর পৌর শহরের চাঁদপুর মহল্লার বাসিন্দা ও আওয়ামীলীগের দোসর হিসেবে পরিচিত ইটভাটা মালিক মনিরুজ্জামান মনা। বিষয়টি নিয়ে এলাকায় ব‍্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। পতিত স্বৈরাচার ও ফ‍্যাসিস্ট এর দোসররা এখনো কিভাবে দাপট দেখিয়ে সরকারি জায়গা দখল করছে, বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফ্রেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঘোড়াঘাট রেলঘুমটি এলাকায় শারমিন ফিলিং স্টেশনের দক্ষিণে আঞ্চলিক মহাসড়কের ব্রীজের মুখে সড়ক ও জনপথের বেশ কিছু সরকারি জায়গা দখলের উদ্দেশ্যে মেসি ট্রাক্টরে করে অন্য জায়গা থেকে মাটি এনে নীচু জায়গা ভরাট করা হচ্ছে।

এ বিষয়ে সরকারি জায়গাতে মাটি ভরাটকারী মনিরুজ্জামান মনা মুঠোফোনে জানান, মহাসড়ক সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের জায়গার পেছনে তার ফসলি জমি রয়েছে, সেজন্য সে সামনের জায়গা ভরাট করছে। সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গাতে মাটি ভরাটের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কোন অনুমতিপত্র আছে কিনা জিজ্ঞেস করলে,  তিনি কোন সদুত্তোর দিতে পারেননি। 

বেআইনিভাবে সরকারি জায়গায় মাটি ভরাটের খবর পেয়ে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে গিয়ে মাটি ভরাট বন্ধ করে দেন এবং ভরাটের উদ্দেশ্যে রাখা মাটি সরিয়ে ফেলতে নির্দেশ দেন।

ঘটনাস্থলের আশেপাশে মনিরুজ্জামান মনার কোন জমি আছে কিনা জানতে চাইলে সার্ভেয়ার জাহাঙ্গীর আলম জানান, মাটি ভরাটকারী মনিরুজ্জামান মনা এ বিষয়ে তাকে কিছু জানাননি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীনকে মুঠোফোনে বিষয়টি জানানো হলে, তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.