The Daily Adin Logo
সারাদেশ
কুড়িগ্রাম প্রতিনিধি

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

‘তিস্তা নিয়ে ভারত বুদ্ধি বৃত্তিক প্রতারণা করে আসছে’

‘তিস্তা নিয়ে ভারত বুদ্ধি বৃত্তিক প্রতারণা করে আসছে’

বিএনপি‍‍`র চেয়ার পারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, তিস্তার খড়খড়া মাটিগুলো যাতে মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে প্রতারণার চিহ্ন হয়ে না থাকে সেজন্য অল্প কিছু পানি ছেড়ে ডুবিয়ে দেয়া হয়েছে। তিস্তা নিয়ে প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের সাথে বুদ্ধি বৃত্তিক প্রতারণা করে আসছে। এই তিস্তা বাংলাদেশের মানুষের জীবন মরণের প্রশ্ন। ভারত তাদের অংশে রাবারড্যাম বসিয়ে পানি সরিয়ে নিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার এটা করছে আর দিল্লীর কেন্দ্রীয় সরকার যা খুশি তাই চাপিয়ে দিচ্ছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় তিস্তার পাড়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচীতে এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের চরিত্রগত বৈশিষ্ট্য আগে যা ছিল তা ফেরত এসেছে যে আমরা বিদেশীদের কাছে বন্ধুত্ব চাই, প্রভুত্ব চাই না। এ কথাটা প্রমাণ করার জন্য তিস্তার পাড়ে আজকের এ সমাবেশ। এ কারনে তিস্তা পাড়ের মানুষের পাশে দাড়িয়ে সংহতি প্রকাশ করে বলতে চাই বিএনপি আগেও সাধারণ মানুষের পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। দেশের মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে। এর মধ্য দিয়ে আমরা আর্ন্তজাতিক মহলে আমরা বলবো নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বাংলাদেশের মানুষকে এ ভয়াল থাবা থেকে বাঁচান।

এ সময় কুড়িগ্রাম জেলা বিএনপি আহবায়ক মোস্তাফিজুর রমহমান মোস্তফা, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল এহসান তিস্তা পাড়ের শত শত মানুষসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.