The Daily Adin Logo
সারাদেশ
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

সাতক্ষীরা জনস্বাস্ব্যের নির্বাহী প্রকৌশলীকে কুষ্টিয়ায় বদলি

সাতক্ষীরা জনস্বাস্ব্যের নির্বাহী প্রকৌশলীকে কুষ্টিয়ায় বদলি

সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আলোচিত নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামকে অবশেষে কুষ্টিয়া জেলায় বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত ৪৬.০০.০০০০.০৮৩.১৯.০০১.২২-১০৩ নাম্বার স্মারকে তাকে এ বদলির আদেশ দেয়া হয়।

উল্লেখ্য, নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় দুই শত কোটি টাকার টেন্ডার নয়ছয়ের অভিযোগসহ নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ এনে স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা ও সচিবসহ সংশ্লিষ্ট দফতরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দিয়েছেন স্থানীয় ভুক্তভোগী ঠিকাদাররা ও এলাকাবাসী।

এছাড়া টেন্ডারবাজি ও দুর্নীতির মাধ্যমে অঢেল ধন সম্পদ গড়ে তোলা, যশোরের নিউ মার্কেট এলাকায় ৫তলা বাড়িসহ ৮/১০টি প্লটসহ কয়েক বিঘা জমি, গোপালগঞ্জ জেলার কাশিয়ানীসহ বিভিন্ন স্থানে নামে বেনামে সম্পত্তি রয়েছে বলেও অভিযোগ করা হয়।

এছাড়া তার বিরুদ্ধে ভুয়া সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরিও নিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। যা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে একটি বেসরকারী টিভি চ্যানেলেও এ বিষয়ে নিউজ প্রচার হয়েছে।

বদলি সম্পর্কিত বিষয়ে জানার জন্য নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের কাছে তার ব্যবহৃত মোবাইল ফোনে ফোন দিলে তিনি তার ফোনটি রিসিভ করেননি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.