The Daily Adin Logo
সারাদেশ
শরীয়তপুর প্রতিনিধি

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

নিজেদের পাতানো বৈদ্যুতিক ফাঁদে মৃত্যু স্বামী-স্ত্রীর

নিজেদের পাতানো বৈদ্যুতিক ফাঁদে মৃত্যু স্বামী-স্ত্রীর

শরীয়তপুরের জাজিরায় বণ্যপ্রাণী থেকে ফসল বাঁচানোর জন্য তৈরি করা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেলো নিজেদের। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালিয়া কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার ইদ্রিস খাঁ (৬৫) ও তার স্ত্রী শেফালী বেগম (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইদ্রিস খাঁ সম্প্রতি তার বাড়ির অদূরে একটি জমিতে ভুট্টা চাষ করেছিলেন। সেই জমির ভুট্টা বণ্যপ্রাণী সজারু থেকে বাঁচানোর জন্য তারের সাহায্যে বৈদ্যুতিক সংযোগ দিয়েছিলেন। শনিবার সকালে জমিতে দেয়া বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন না করে ইদ্রিস খাঁ ও তার স্ত্রী শেফালী বেগম একসাথে ভুট্টা ক্ষেতে প্রবেশ করেন। এসময় অসাবধানবশত ইদ্রিস খাঁ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে গেলে স্ত্রী সেফালী বেগম বাঁচানোর জন্য তাকে স্পর্শ করলে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। একপর্যায়ে দুজনেই ঘটনাস্থলে মারা যায়। পরবর্তীতে পরিবারের লোকজন তাদেরকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাতিজা সাগর বলেন, "আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তারা আর আমাদের মধ্যে নেই। তারা ছিলেন আমাদের জীবনের অমূল্য রত্ন, যাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি।  তাদের স্মৃতি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে, তবে তারা কখনোই ফিরে আসবে না।"

জানতে চাইলে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.