The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন বিএনপি নেতা

আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন বিএনপি নেতা

কক্সবাজার শহরে পুলিশকে হেনস্তা করে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবদুল মান্নানকে ছিনিয়ে নিয়েছেন বিএনপি নেতা ও তাদের স্বজনরা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কবিতা চত্বর সড়কে সাবেক কাউন্সিলর আকতার কামাল আযাদের নেতৃত্বে এই ঘটনা ঘটে।

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবকলীগ নেতা আবদুল মান্নান ১ নম্বর ওয়ার্ড কুতুবদিয়াপাড়ার মৌলভি আহামুদুর রহমানের ছেলে এবং সাবেক কাউন্সিলর কামালের ছোট ভাই।

প্রত্যক্ষদর্শী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে জানা যায়, রোববার সন্ধ্যায় পুলিশের একটি দল স্বেচ্ছাসেবক লীগ নেতা মান্নানকে কবিতা চত্বর সড়ক থেকে আটক করে। পরে তাকে থানায় নিয়ে যাওয়ার পথে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূর উদ্দিন, বিএনপি নেতা মুন্না, আওয়ামী লীগ নেতা নুরুল আলম নুরু, আওয়ামী লীগ নেতা ইলিয়াছ মানিক, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. তারেকসহ ২০/৩০ জন লোক পুলিশকে ঘিরে ধরে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এসময় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সাবেক কাউন্সিলর আকতার কামাল ঘটনাস্থলে এসে পুলিশকে ধাক্কা মেরে তার ছোটভাইকে ছিনিয়ে নেন।

এ বিষয়ে সাবেক কাউন্সিলর আকতার কামাল আযাদ বলেন, “আমার ভাই কোনো মামলার আসামি নন। পুলিশ সন্দেহের বশে রাস্তায় দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছিল। খবর পেয়ে এলাকার লোকজন সেখানে জড়ো হয়। ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেনি।”

কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াছ খান বলেন, “স্বেচ্ছাসেবক লীগের এক নেতার অবস্থান জানার পর পুলিশ অভিযানে যায়। তাকে পাওয়ার পর থানায় নিয়ে আসছিল, কিন্তু স্থানীয় নারী-পুরুষসহ বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি বাড়লে পুলিশের সংখ্যা কম থাকায় পুলিশ ব্যারিকেড না দিয়ে ফিরে আসে।”

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.