The Daily Adin Logo
সারাদেশ
বাগেরহাট প্রতিনিধি

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না ফাতেমার

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না ফাতেমার

বাগেরহাটে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না ফাতেমা বেগম (৬২)। প্রায় ২০ বছর ধরেই নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় মানবতার জীবন পার করছেন। ১৫ বছরের বেশি হয়েছে নেয় না একমাত্র পুত্র সন্তান তার কোনো খোঁজ। পাড়া প্রতিবেশীদের সাহায্য সহযোগিতায় চলে আসছে তার চিকিৎসা। 

বাগেরহাটের কচুয়া উপজেলার পশ্চিম টেংরা খালী এলাকার মৃত ইউনুস সিকদারের স্ত্রী ফাতেমা বেগম অসুস্থ শরীর নিয়ে ধুকে ধুকে কোনো রকমে জীবন পার করছেন। মাজার হাড় ক্ষয় ও কিডনি সমস্যাসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে অসুস্থতার মধ্য দিয়ে কোনো রকমে মানবতার জীবন পার করে আসছেন।

স্থানীয়দের সাহায্যে চলছে তার চিকিৎসা। প্রতিবেশীরা রান্না করে খাবার দিলেই দুমুঠো খেতে পারেন ফাতেমা বেগম। একমাত্র ছেলে নেন না মায়ের কোনো খবর, এমনকি প্রতিবেশীদের কাছ থেকে পিতার মৃত্যর খবর শুনেও আসেনি বাড়িতে। এলাকাবাসীদের সহযোগিতায় বিভিন্ন স্থানে চিকিৎসা করেও ভালো হচ্ছে না ফাতেমা বেগম। এছাড়া অর্থ অভাবে ভালো চিকিৎসা চলছে না এখন আর ফাতেমা বেগমের। 

স্থানীয় বাসিন্দা আকবর ফকির বলেন, আমরা এলাকাবাসী সব সময় আমাদের সাধ্যমতো তার চিকিৎসা বা তার প্রয়োজনীয় সব কিছু দেখাশুনা করে থাকি।

ডাবলু শিকদার বলেন, আমরা এলাকাবাসী সাহায্য সহযোগিতা করে আসছি। সবার সংসার আছে তাছাড়া ফাতেমা বেগমের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, আমরা এলাকাবাসীদের পক্ষে কষ্টকর এতো টাকা জোগাড় করে চিকিৎসা করানো।

এছাড়া তার একমাত্র ছেলে কখনো তার মায়ের কোনো খোঁজ রাখে না। আমাদের এলাকাবাসীদের দাবি সরকার ও সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে ফাতেমা বেগমের শেষ জীবনটা হয়তো ভালো চিকিৎসা নিয়ে বেঁচে থাকতে পারতো।

অসুস্থ ফাতেমা বেগমকে বর্তমানে প্রতিবেশী আকবর ফকির দেখা শুনা করছে তার সাথে যোগাযোগ এর নাম্বার 01919169874। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.