The Daily Adin Logo
সারাদেশ
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

মাদারীপুরে দুই মানবপাচারকারি গ্রেপ্তার

মাদারীপুরে দুই মানবপাচারকারি গ্রেপ্তার

মাদারীপুরের ডাসারে মানবপাচার ও প্রতিরোধ দমন আইনের মামলায় ফরহাদ মাতুব্বর (৪৫) ও শুভ মাতুব্বর (৩৮) নামে দুই মানবপাচারকারিকে গ্রেপ্তার করছে পুলিশ। সোমবার রাতে উপজেলার কমলাপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী মিনারা বেগম জানান, আমার ছেলে মো. আল-আমিন (২৫) খানকে নামে এক যুবককে ইতালি পৌঁছে দেওয়ার কথা বলে প্রায় দেড় বছর আগে লিবিয়া পাঠায় ফরহাদ মাতুব্বর, শুভ মাতুব্বর  ও তার সহযোগীরা। লিবিয়ায় নিয়ে মাফিয়ারা  আটক করে। এরপরে নির্যাতনের ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে দফায় দফায় ২৮ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয় দালালচক্র। আমি দালালদের বিচার চাই।

এ ঘটনায় ভুক্তভোগী ওই যুবকের মা মিনারা বেগম বাদী হয়ে ফরহাদ মাতুব্বরসহ ৫ জনকে আসামি করে গত রোববার মানবপাচার ও দমন আইনে ডাসার থানায় একটি মামলা রুজু করেন। সেই মামলার এজাহার ভুক্ত দু‍‍`জন আসামিকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান আছে বলে জানায় পুলিশ।

এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান,মানবপাচারে দমন আইনে মামলা ফরহাদ মাতুব্বর ও শুভ মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদেরকে আজ মঙ্গলবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.