The Daily Adin Logo
সারাদেশ
মনিরুজ্জামান মনির, টাঙ্গাইল

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

হাসিনাকে পাগল বলিয়েন না, তিনি উন্মাদ: দুদু

হাসিনাকে পাগল বলিয়েন না, তিনি উন্মাদ: দুদু

ছাত্র-জনতার আন্দোলনের গণঅভ্যুত্থানে দেশত্যাগ করা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই আওয়ামী শয়তানের শয়তান, তাদের (শয়তানের) নাম বেশি মুখে নেওয়া ঠিক নয়।

তিনি বলেন- তারা এখন পৃথিবীতে নেই, ন্যাচারালি বিদায় হয়ে গেছে। এগুলো মানুষরুপি শয়তান, দানব। আওয়ামী লীগের ভেতরে একটি সুস্থ মস্তিষ্ক সবল ও স্বাভাবিক মানুষ খুঁজে পাবেন না। হাসিনাকে পাগল বলিয়েন না, তিনি উন্মাদ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক শিক্ষাউপমন্ত্রী ও কারামুক্ত অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুকে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামানকে দুদু বলেন- তারা অন্যায়ভাবে বিএনপির দুই হাজারের অধিক নেতাকর্মীকে খুন করেছে। তার বাবা ছিল শেখ মুজিবুর ছিল খুনি। ৭২-৭৫ এর মধ্যে বিরোধী দলের ৪০ হাজার নেতাকর্মীকে সে হত্যা করেছে। রক্ষী বাহিনী বানিয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে দুদু আরও বলেন, কেউ কেউ অন্য (স্থানীয়) নির্বাচন চাচ্ছেন, আগে জাতীয় সংসদ নির্বাচন। তার আগে কোনো নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না।

গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুর সঞ্চালনায় সংবর্ধিত অতিথি ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী সদ্য কারামুক্ত অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু।

এছাড়া আরও অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুর হক নাসির, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ। এ সময় জেলা ও উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.