The Daily Adin Logo
সারাদেশ
আবদুল মোমিন, সাতক্ষীরা

শনিবার, ০১ মার্চ ২০২৫

আপডেট: শনিবার, ০১ মার্চ ২০২৫

রমজানে ১০০ টাকায় মিলবে গরুর মাংস

রমজানে ১০০ টাকায় মিলবে গরুর মাংস

পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি শুরু হয়েছে সাতক্ষীরায় । শনিবার (১ মার্চ) সকালে শহরের সংগীতা মোড়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়। যা সাধারণ মানুষের জন্য একটি বড় সুযোগ। বিশেষ করে এই বাজারে ক্রেতারা মাত্র ১০০ টাকায় গরুর মাংস কিনতে পারবেন।

অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব।

উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাসব্যাপী এই বাজারে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা, দুধ ৭০ টাকা প্রতি লিটার এবং ডিম প্রতি পিস ৯ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হবে। সময়ের সঙ্গে এসব পণ্যের দাম কিছুটা ওঠানামা করতে পারে বলে জানানো হয়েছে। বিশেষ সুবিধা হিসেবে ক্রেতারা মাত্র ১০০ টাকায়ও গরুর মাংস কিনতে পারবেন। সাতক্ষীরার সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং তারা মনে করছেন, এই বিশেষ বাজার রমজান মাসে অনেকের জন্য বড় সহায়ক হবে।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বাড়ছে, সেখানে এই সুলভ মূল্যের বাজার আমাদের জন্য বড় স্বস্তি। স্বল্পমূল্যে গরুর মাংস, দুধ ও ডিম পেলে আমাদের পরিবারের জন্য অনেক উপকার হবে।

আরেক ক্রেতা রাশেদা খাতুন বলেন, রমজান মাসে খাবারের ব্যয় বেড়ে যায়। কিন্তু এই বাজারের কারণে আমরা সহজে প্রয়োজনীয় পণ্য কিনতে পারছি। এটি খুবই ভালো উদ্যোগ।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.