The Daily Adin Logo
সারাদেশ
ভোলা প্রতিনিধি

সোমবার, ০৩ মার্চ ২০২৫

আপডেট: সোমবার, ০৩ মার্চ ২০২৫

ভোলায় দেশীয় অস্ত্র ও কার্তুজসহ যুবক আটক

ভোলায় দেশীয় অস্ত্র ও কার্তুজসহ যুবক আটক

ভোলায় যৌথবাহিনী এক অভিযান চালিয়ে ২টি দেশি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড তাজা কার্তুজসহ মো. নাজিম উদ্দীন (৪০) নামের এক যুবককে আটক করেছে। রোববার (২ মার্চ) রাতে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মধ্যে বাপ্তা গ্রাম থেকে তাকে আটক করা হয়। সোমবার (৩ মার্চ) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আহমেদ (স্টাফ অফিসার) এ তথ্য নিশ্চিত করেন। নাজিম উদ্দিন ওই গ্রামের বাসিন্দা। সে একজন কুখ্যাত সন্ত্রাসী বলে জানায় কোস্ট গার্ড। 

কোস্টগার্ড আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোন, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এসময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ১টি দেশীয় কুড়াল জব্দ করা  হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল হক জানান, জব্দ করা সকল আলামতসহ তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.