The Daily Adin Logo
সারাদেশ
সিলেট প্রতিনিধি

মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫

আপডেট: মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫

ফেব্রুয়ারিতে সিলেটের সড়কে প্রাণ হারালো ৩২ জন

ফেব্রুয়ারিতে সিলেটের সড়কে প্রাণ হারালো ৩২ জন

চলিত বছরের ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগের ৩২টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। এছাড়াও  আহত হয়েছেন আরও ১৪৪ জন। গত জানুয়ারির তুলনায় সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা কমলেও বেড়েছে আহতের সংখ্যা।

মঙ্গলবার (৪ মার্চ) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির দেওয়া এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ১১ জন ছিলেন মোটরসাইকেলের চালক ও তার আরোহী। এসব সড়ক দুর্ঘটনা সবচেয়ে বেশি গটেছে সিলেট জেলায় আর সবচেয়ে কম মৌলভীবাজার জেলায়।

প্রতিবেদনে  আরও বলা হয়েছে, সিলেট বিভাগে মোটরসাইকেল দুর্ঘটনায় ১১ জন, সিএনজিচালিত অটোরিকশার চালক ও আরোহী ৬ জন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৬টি দুর্ঘটনায় ৪ জন, মুখোমুখি সংঘর্ষে ১৫টি দুর্ঘটনায় ১৭ জন, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ২টি দুর্ঘটনায় ২ জন নিহত হন। একই সময়ে ১২ জন চালক নিহত হয়েছেন।

ফেব্রুয়ারি মাসে এসব নিহতের মধ্যে ২৩ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশুসহ মোট ৩২ জন নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়।

নিসচার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছিলেন।

নিসচা সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু বিবৃতিতে বলেন, ‘পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.