The Daily Adin Logo
সারাদেশ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

শুক্রবার, ০৭ মার্চ ২০২৫

আপডেট: শুক্রবার, ০৭ মার্চ ২০২৫

রূপগঞ্জে পুলিশের ওপর হামলায় দুইদিনে গ্রেপ্তার ১০

রূপগঞ্জে পুলিশের ওপর হামলায় দুইদিনে গ্রেপ্তার ১০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত দুইদিনে ১০ আসামিকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) ও শুক্রবার (৭ মার্চ) রাতভর বিভিন্ন অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পরে শুক্রবার (৭ মার্চ) দুপুরে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ জেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, কুড়িল বিশ্বরোড এলাকায় সিএনজি ও অটোরিকশা চালকদের কাছ থেকে বিআরটিসি বাসে ঠিকাদারে নিয়োজিত রাকিব ও জিহাদের নেতৃত্বে মাসিক ৩ থেকে ৪ হাজার টাকা মাসোহারা দাবি করে আসছিল। ওই টাকা না দেওয়ায় বেশ কয়েকজন চালককে মারধরসহ কয়েকটি সিএনজি ভাঙচুর করে তারা। এর প্রতিবাদে বুধবার স্থানীয় সিএনজি চালকেরা ৩শ’ ফিট সড়কের কাঞ্চন ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে বিআরটিসির বাস চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। কিন্তু বিক্ষুব্ধরা এস আই সায়েম ও কনস্টেবল বাচ্চু নামের দুই পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করে।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় ওইদিন রাতেই পুলিশ বাদি হয়ে ২১ জনকে নামীয় ও ১৫০ জনকে অঙ্গাত আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করা হয়। ওই মামলায় শুক্রবার পাঁচজন ও বৃহস্পতিবার পাঁচজন মোট ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.