The Daily Adin Logo
সারাদেশ
টাঙ্গাইল প্রতিনিধি

শনিবার, ০৮ মার্চ ২০২৫

আপডেট: শনিবার, ০৮ মার্চ ২০২৫

সমন্বয়ক পরিচয়ে সাবেক এমপি’র বাসা দখল, রাখা হলো ২০ মানসিক রোগী

সমন্বয়ক পরিচয়ে সাবেক এমপি’র বাসা দখল, রাখা হলো ২০ মানসিক রোগী

টাঙ্গাইলে ছাত্র প্রতিনিধি (সমন্বয়ক) পরিচয়ে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বাসা দখল করলেন সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিস্টি।

শনিবার সকালে তিনি বাসার তালা ভেঙে ২০ জন পাগল নিয়ে প্রবেশ করে। সেখানে পাগলদের আশ্রম তৈরি করার সিদ্ধান্ত নেন।

মারইয়াম মুকাদ্দাস মিস্টি বলেন, ফেসবুকে পূর্বঘোষনা দেয়া হয়েছিল। আওয়ামী লীগের সকল নেতাদের বাড়িতে পাগলদের আশ্রম গড়ে তোলা হবে।

তাই আজ সকালে এসে তালা ভেঙে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বাসায় প্রবেশ করে। এখানে আল মুকাদ্দাস ফাউন্ডেশনের ২০ জন পাগলকে রাখা হয়েছে।

তিনি আরও  বলেন, জেয়াহেরুল ইসলামের পক্ষ থেকে একজন লোক এসে জানায় বাসা না ভেঙে আশ্রমের প্রস্তাব দেয়। এখানে সেই আশ্রমই করা হয়েছে। তবে কে বলেছে তার নাম বলতে পারেনি।

আবাসিক এলাকায় পাগলের আশ্রম করায় অস্বস্তি প্রকাশ করেছে স্থানীয়রা।

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে জোয়াহেরুল ইসলাম জোয়াহের পলাতক রয়েছেন। গত ৬ ফেব্রুয়ারি ছাত্র-জনতা সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জোয়াহেরুল ইসলামের বাসায় প্রবেশ করে লুটপাট ও ভাংচুর করে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.