The Daily Adin Logo
সারাদেশ
নেত্রকোণা প্রতিনিধি

সোমবার, ১০ মার্চ ২০২৫

আপডেট: সোমবার, ১০ মার্চ ২০২৫

নেত্রকোনায় সেতুর পাশে অবৈধ দখল, বর্ষায় বিপদের শঙ্কা

নেত্রকোনায় সেতুর পাশে অবৈধ দখল, বর্ষায় বিপদের শঙ্কা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা বাজার সংলগ্ন সরকারি সেতুর পানি প্রবাহের পথ দখল করে স্থায়ী ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছেন। প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে দখলদাররা নির্বিঘ্নে কাজ চালিয়ে যাচ্ছেন। এতে বর্ষার সময় প্রবল স্রোতের কারণে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাজার ও আশপাশের ঘরবাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, প্রতি বছর এ সময় পানি বাড়লে আমাদের দুর্ভোগ পোহাতে হয়। এবার যদি দখলদারি না সরানো হয়, তাহলে পুরো বাজারই প্লাবিত হতে পারে।

এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জানিয়েছেন, দখল উচ্ছেদ করা না হলে বর্ষার আগেই বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর আশা, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করবে, যাতে বর্ষা মৌসুমে কোনো বড় দুর্যোগ এড়ানো সম্ভব হয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.