The Daily Adin Logo
সারাদেশ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

জগন্নাথপুরে সেনাবাহিনীর জালে আটক ভুয়া মেজর ও তার স্ত্রী

জগন্নাথপুরে সেনাবাহিনীর জালে আটক ভুয়া মেজর ও তার স্ত্রী

সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনীর  জালে আটকে পড়া বাসিদুর রহমান (৩৮) নামের ভুয়া মেজর ও তার স্ত্রী বেলিনা আক্তারকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, দেশীয় অস্ত্র, পাসর্পোট ও একটি নোহা গাড়ীসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃত বাসিদুর রহমান কুমিল্লা জেলার বুড়িচং থানার আজ্ঞাপুর গ্রামের সাইমুল হকের পুত্র ও তার স্ত্রী বেলিনা বেগম জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামের মখলিসুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাসিদুর রহমান হরিপুর গ্রামে অবস্থানকালে হরিপুর গ্রামসহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে আসছিলো। এমনকি তারা স্থানীয় লোকজনকে ভয় দেখিয়ে বিভিন্নভাবে অবৈধ সুযোগ-সুবিধা ভোগ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

তাদের এহেন কার্যকলাপে অতিষ্ঠ হয়ে সেনাবাহিনী ও পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, সেনাবাহিনীর মেজর পরিচয়দানকারীসহ তার স্ত্রীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

তবে তিনি একসময় কর্পোরাল হিসাবে সেনাবাহিনীতে কর্মরত ছিলো, এখন তিনি চাকরিচ্যুত। তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, অস্ত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.