The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

রাস্তার পাশে পড়ে ছিল স্কচটেপ দিয়ে হাত-পা ও মুখ বাঁধা মরদেহ

রাস্তার পাশে পড়ে ছিল স্কচটেপ দিয়ে হাত-পা ও মুখ বাঁধা মরদেহ

সিরাজগঞ্জে হাত-পা ও মুখ মোটা স্কচটেপ দিয়ে বাঁধা এবং গলায় মাফলার দিয়ে প্যাঁচানো অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭টার দিকে জেলার সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের দুবলাই নামক স্থানে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, নির্জন জায়গায় ওই মরদেহটি দেখে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। মরদেহের হাত-পা ও মুখ মোটা স্কচটেপ দিয়ে বাঁধা এবং গলায় মাফলার দিয়ে প্যাঁচানো ছিল। তার বয়স আনুমানিক ৫৫ থেকে ৫৭ বছর, পরনে লুঙ্গি ও খয়েরি রঙের শার্ট। শার্টের ওপরে পরা ছিল উলের হাতাকাটা সোয়েটার।

কাজিপুর থানার ওসি নূরে আলম জানান, ধারণা করা হচ্ছে- অন্য জায়গায় খুন করার পর মরদেহ কাজিপুরের ওই নির্জন স্থানে ফেলে যায় কেউ। ময়নাতদন্তের জন্যে মরদেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, মরদেহের পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে অবগত করা হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.