The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

আমার মেয়ের জানাজা গ্রামেই হবে: শিশু আছিয়ার মা

আমার মেয়ের জানাজা গ্রামেই হবে: শিশু আছিয়ার মা

অবশেষে মৃত্যুর কাছে হার মানলো শিশু আছিয়া। চলে গেল আমাদের ছেড়ে চিরদিনের মতো। এ খবরে দেশজুড়ে বইছে শোকের হাওয়া। আর শিশু আছিয়ার বাকরুদ্ধ মা কান্নায় ভেঙে পড়ছেন, থামছে না তার বিলাপের ডালি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আছিয়ার জানাজা গ্রামেই হবে।’

বৃহস্পতিবার (১৩ মার্চ) শিশু আছিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এছাড়াও আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দেন তিনি।

এছাড়াও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সংগঠনটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম আছিয়ার মৃত্যুর সংবাদে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে নিজের ফেসবুকে পোস্ট করেছেন।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচারকার্য শুরু হবে।

উল্লেখ্য, গত ৫ মার্চ শিশু আছিয়া মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয়। ওই ঘটনায় ধর্ষণের অভিযোগে মামলা করেন শিশুটির মা। মামলা করার পর শিশুটির বোনের স্বামী, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয় পুলিশ।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.