The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

আপডেট: শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

শিশু আছিয়ার ধর্ষকদের বাড়ি গুঁড়িয়ে দিল জনতা

শিশু আছিয়ার ধর্ষকদের বাড়ি গুঁড়িয়ে দিল জনতা

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের শিশুটি আছিয়া ধর্ষণে শিকারে মারা যাওয়ার পর অভিযুক্ত হিটু শেখের বাড়িতে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।

এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে আছিয়ার প্রথম জানাজা শেষে বিক্ষুব্ধ জনতা হিটু শেখের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে ফায়ার সার্ভিস খবর পেয়েও সে আগুন নেভাতে পারেনি। এ সময় তারা অগ্নিনির্বাপণ কাজের জন্য গাড়ি নিয়ে রওনা দিলেও বিক্ষুব্ধ জনতা আটকে দেয় ফলে তারা ফিরে যেতে বাধ্য হয়।

এদিকে শুক্রবার (১৪ মার্চ) সকালে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে গিয়ে দেখা যায় ভাঙচুর ও পোড়া অংশবিশেষ। তবে এসবের বাইরেও কেউ কেউ দেয়াল ভাঙছেন, কেউ আবার মনের ক্ষোভ প্রকাশ করতে ব্যস্ত।

বেলা ১১টার দিকে হিটু শেখের বাড়িতে গিয়ে দেখা যায়- বাড়ির আম গাছসহ বিভিন্ন ফলদগাছ কেটে ফেলেন স্থানীয়রা। এ সময় তারা আম গাছসহ বিভিন্ন গাছ লুট করে নিয়ে যান।

হিটু শেখের প্রতিবেশী রাবেয়া খাতুন বলেন, ইফতারের পরপরই বিক্ষুব্ধ জনতার একটি অংশ এসে বাড়িটিতে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর চালাতে থাকে। তারা টিনের চালা খুলে নিয়ে যান। ঘরের দেয়াল হাতুড়ি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেন। এ সময় তারা ধর্ষণবিরোধী স্লোগান দেন ও  ধর্ষকদের ফাঁসি দাবি করেন।

মাগুরা সদর থানা পুলিশের ওসি মো. আইয়ুব আলী বলেন, শিশু ধর্ষণে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর পুলিশ কয়েক দফা সেখানে যাওয়ার চেষ্টা করলেও বিক্ষুব্ধদের প্রতিরোধের মুখে সেটি সম্ভব হয়নি। তবে গ্রামের নিরীহ সাধারণ মানুষের জানমালের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.