নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাত্রী কালীন ডিউটি পালন কালে সড়ক দুর্ঘটনায় কবলিত হয়ে ৬ পুলিশ সদস্য ও চালকসহ ৭ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত-রাত তিনটার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদী এলাকায় আড়াইহাজার-গোপালদী আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-সহকারী পুলিশ পরিদর্শক(এসআই) মাহাবুব ইসলাম,কনস্টেবল সাইফুল,কনস্টেবল মোশাররফ,কনস্টেবল আল আমিন,কনস্টেবল আজিজুল,কনস্টেবল আলামিন ও লেগুনা চালক রিয়াদ।
আহতদের উদ্ধার করে স্থানীয় আড়াইহাজার উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।গুরুতর আহত অবস্থায় ৪ জনকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, ৫ আগস্টের পর পুলিশের গাড়ী পুড়িয়ে দেয়ায় থানায় গাড়ীর স্বল্পতার কারণে বাহির থেকে রিকুইজিশন করা লেগুনা দিয়ে ডিউটি করতে হয়েছে। রাতে উক্ত গাড়ীতে ৬ জন পুলিশ সদস্য ছিলো।গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে তারা আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে।

সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন







