The Daily Adin Logo
সারাদেশ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শনিবার, ১৫ মার্চ ২০২৫

আপডেট: শনিবার, ১৫ মার্চ ২০২৫

ব্যাটারি কারখানায় ডাকাতি, ৫৫ লাখ টাকার মালামাল লুট

ব্যাটারি কারখানায় ডাকাতি, ৫৫ লাখ টাকার মালামাল লুট

সিরাজগঞ্জের তাড়াশে অবৈধ ব্যাটারির কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রের মুখে ১৮ শ্রমিককে মারধর করে ব্যাটারি তৈরির সিসা, প্লেট, কানেক্টরসহ অনুমানিক ৫৫ লাখ টাকার সামগ্রী ট্রাকে লুট করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার বারুহাঁস সড়কের পশ্চিম হেদার খাল নামক জায়গায় ভাই ভাই ব্যাটারি কারখানায় এই লুটপাটের এ ঘটনা ঘটে। শ্রমিক আব্দুল হান্নান, মোস্তাক হোসেন, শামীম হোসেনসহ অনন্ত আটজন আহত হয়েছেন।

তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কারখানার মালিক মো. ময়নুল ইসলাম লিখিত অভিযোগ দিয়েছেন।

কারখানার মালিক ময়নুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে একটি বড় ট্রাকে ২০ থেকে ২২ জন কারখানায় আসে। তারা টিনের বেড়া ভেঙে কারখানায় ঢুকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে শ্রমিক আব্দুল হান্নান, মোস্তাক, শামীমসহ ছয়জনকে জিম্মি করে।

তারা বাধা দিলে তাদের মারধর করে হাত-পা বেঁধে ফেলে। বিশ্রামাগারে ঘুমিয়ে থাকা আরও ১০-১২ শ্রমিককে জিম্মি করে লুটপাট শুরু করে। প্রায় চার ঘণ্টায় তারা কারখানা থেকে তিন টন ব্যাটারি তৈরির সিসা, ৩৪০ টাকা কেজি মূল্যের ১ হাজার ২০০ কেজি কানেক্টর, ২৫০ টাকা কেজির ১৬ টন প্লেট, ৬৩ হাজার টাকার ৯টি পুরোনো ব্যাটারিসহ প্রায় ৫৫ লাখ টাকা মূল্যের মালপত্র লুট করে ট্রাকে করে চলে যায়। তারা চলে গেলে শ্রমিকরা একে অপরের হাত-পায়ের বাঁধন খুলে পুলিশে খবর দেন।

নাজমুল কাদের আরও বলেন, খবর পেয়ে দুই দফা ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভাই ভাই ব্যাটারি কারখানায় ডাকাতির সত্যতা পাওয়া গেছে। ডাকাতি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.