মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুদের শরীরে স্পর্শ করে যৌন হয়রানির অভিযোগে রেজাউল মুন্সী (৪৬) নামে এক ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়নের সিএন্ডবি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশে দেওয়ার আগে ওই এলাকার একটি দোকানে ওই ব্যক্তিকে প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে উত্তেজিত জনতা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফরিদপুর শহরের সিএন্ডবি ঘাট এলাকায় নদীবন্দরে দীর্ঘদিন যাবৎ কার্গো ও ডক ইয়ার্ডের ব্যবসা করে আসছেন রেজাউল মুন্সী। রোববার বিকেলে সিএন্ডবি-সংলগ্ন এলাকায় দুই শিশুকে ডেকে নিয়ে নিজের মোবাইলে থাকা অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুদের শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন তিনি। বিষয়টি বাড়িতে গিয়ে শিশুরা তাদের পরিবারের সদস্যদের জানায়।
এর জেরে রোববার রাত সাড়ে ১০টার দিকে ওই শিশুদের পরিবারের সদস্যরা ও এলাকাবাসী রেজাউল মুন্সীকে একটি তেলের দোকানে অবরুদ্ধ করে রাখেন। এ সময় উত্তেজিত জনতা ওই ব্যবসায়ীকে পিটুনি দেয়। খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে কিলঘুষি খেয়ে আহত রেজাউল মুন্সীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনীর সহায়তায় রেজাউল মুন্সীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখানে পুলিশ-সেনাবাহিনীর সদস্যরা আসার আগেই উত্তেজিত জনতা তাকে মারধর করায় তিনি কিছুটা আহত হয়েছেন।
ওসি আরও বলেন, ওই শিশুদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন







