The Daily Adin Logo
সারাদেশ
নেত্রকোণা প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার

কবিরাজি চিকিৎসার কথা বলে ১৬ বছর বয়সি বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কবিরাজ আব্দুল হামিদকে (৬৮) গ্রেপ্তার করছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।

তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নে রামপুর গ্রামের মৃত সিরাজ আলী মুন্সীর ছেলে এবং নেত্রকোনা পৌরশহরে সার্কিট হাউস মোড়ে কার কবিরাজি চিকিৎসার সেবার দোকান রয়েছে।

সোমবার (১৭ মার্চ) সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের নেওয়াজ নগর এলাকায় ভাড়াটিয়া বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাহেব আলী পাঠান প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

তিনি জানান, পৌরশহরের খতিবনগুয়া এলাকার ১৬ বছর বয়সি এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে কবিরাজি চিকিৎসার কথা বলে তার সাথে নিয়ে যান।

বিভিন্ন প্রলোভনে গত ১০ মার্চ বেলা আনুমানিক ১১টার দিকে জয়নগর সদর হাসপাতালে যাওয়ার রাস্তার মোড়ে নবাবী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশে জনৈক জজ মিয়ার দোকানের পেছনে পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পরবর্তীতে ভুক্তভোগী তার মাকে ঘটনা জানান। জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীর মা জানতে পারে এরআগে কবিরাজ আব্দুল হামিদ চিকিৎসার কথা বলে ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে একই স্থানে একাধিকবার ধর্ষণ করেছে প্রতিবন্ধী কিশোরীকে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত কবিরাজ হামিদ জেলার সব জায়গায় নিজেকে মানব সেবক, বৃক্ষপ্রেমী ও কবিরাজ হিসেবে নিজেকে পরিচয় দিয়ে থাকেন।

এই ঘটনায় ভুক্তভোগীর মা বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের ঘটনায় নেত্রকোনা মডেল থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হিসেবে রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.