The Daily Adin Logo
সারাদেশ
লালমনিরহাট প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

লালমনিরহাটে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩

লালমনিরহাটে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩

লালমনিরহাটে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত  নোহা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

গতকাল সোমবার (১৭ই মার্চ) রাতে লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার মন্ডল অস্ত্র ও মাদক উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার ভোর রাতে উপজেলার কুলাঘাট ইউনিয়নের বড়বাড়ি রোডের সাকোয়া টিকটিকির মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঢাকা জেলার ধামরাই থানার বাংগোলা এলাকার নওশের আলীর ছেলে জুয়েল (২৮), মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের ছোট সাকরাইল এলাকার সুদেব হালদার এর ছেলে লিটন হালদার (২৭), একই থানার খালিশা গ্রামের মোঃ আজিজের ছেলে আসলাম (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার কুলাঘাট-বড়বাড়ি রোডে সাকোয়া টিকটিকির মোড় এলাকায় পাকা রাস্তায় সোমবার ভোর রাতে অভিযান পরিচালনা করে পুলিশ।

এ সময় কুড়িগ্রামের ফুলবাড়ি থেকে আসা একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১টি ইউএসএ পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ সময় চালকসহ তিনজনকে আটক ও মাইক্রোবাসটিকে জব্দ করা হয়।

লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি পিস্তল ও মাদকদ্রব্য এবং মাইক্রোবাসসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা চলমান।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.