The Daily Adin Logo
সারাদেশ
বগুড়া প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়ায় পরাকীয়া করে এক নারীকে হত্যার দায়ে প্রেমিক হাবিব মন্ডলের যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান কবির মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে আসামীর উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন।

বগুড়ার ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট পি এম তারিকুল ইসলাম সাচ্চু জানান, জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে দন্ডিত প্রেমিক হাবিব মন্ডলকে আরও ৩ মাসের কারাদন্ড ভোগ করতে হবে বলেও বিচারক তার রায়ে উল্লেখ করেছেন।

দন্ডিত হাবিব মন্ডল বগুড়ার সোনাতলা উপজেলার  রাখালগাছি এলাকার মৃত তোফাজ্জল মন্ডলের ছেলে।

অ্যাডভোকেট পি এম তারিকুল ইসলাম সাচ্চু জানান, তার দুই স্ত্রী রয়েছে। তারপরেও তিনি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কচুরহাটের আজিবর রহমানের কন্যা স্বামী পরিত্যক্তা জয়তারা বেগমের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন।

জানা যায়, হাবিব ২০২০ সালের ১৭ জানুয়ারি রাতে জয়তারা বেগমকে সোনাতলা রেলওয়ে স্টেশনে ডেকে আনেন। সেখান থেকে তাকে হবিব তার বাড়িতে নিয়ে যান। ওই বাড়িতেই তার দুই স্ত্রীর সঙ্গে জয়তারার ঝগড়া হয়। একপর্যায়ে হবিব জয়তারাকে মাঠে নিয়ে যান। মাঠে তার সাথে বাকবিতণ্ডা হয়। পরে হবিব জয়তারাকে গলাটিপে হত্যা করে মরদেহ মাঠে ফেলেই পালিয়ে যান।

এ ঘটনার দুইদিন পর পুলিশ জয়তারার মরদেহ উদ্ধার করে। পরে জয়তারার বড় ভাই দুলু ব্যাপারী বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ হাবিব মন্ডলকে গ্রেপ্তার করলে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.