The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

খুলনা থেকে বিএনপি নেতা পান্নুকে উদ্ধার

খুলনা থেকে  বিএনপি নেতা পান্নুকে উদ্ধার

ঢাকার নবাবগঞ্জে আড়াই মাস ধরে নিখোঁজ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুকে অবশেষে খুলনা থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) ভোরে তাকে উদ্ধার করা হয়। তার এই নিখোঁজ নিয়ে পুলিশ বলছে, অভিমান করে ‘আত্মগোপনে’ ছিলেন তিনি।

দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেন, ‘তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ভোরে খুলনায় অভিযান পরিচালনা করে আজাদুল ইসলাম হাই পান্নুকে উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ব্যক্তিগত কারণে অভিমান করে আত্মগোপনে ছিলেন।’ তাকে তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের জিম্মায় দেয়া হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।  

জানা যায়, গত ৮ জানুয়ারি রাজশাহী যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন বিএনপির এ নেতা। কিন্তু  মোবাইল বন্ধ থাকায় ১০ জানুয়ারি তার ছেলে বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি জিডি করেন।

গত ১৫ মার্চ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। পান্নুকে অবিলম্বে খুঁজে বের করে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান তিনি।

এরপর গত বুধবার (২০ মার্চ) পান্নুর সন্ধানের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.