The Daily Adin Logo
সারাদেশ
জামালপুর প্রতিনিধি

শুক্রবার, ২১ মার্চ ২০২৫

আপডেট: শুক্রবার, ২১ মার্চ ২০২৫

জামালপুরে ২৯ লাখ টাকার মাদকসহ আটক ৩

জামালপুরে ২৯ লাখ টাকার মাদকসহ আটক ৩

জামালপুরে ১ হাজার ৪৩৪ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে মাদক কারবারের সঙ্গে জড়িত ৩ জন আটক ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ৩ টি গাড়ি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে জামালপুর সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় পুলিশ।

আটকরা হলেন- জেলার মেলান্দহ উপজেলার চর বাগবাড়ী গ্রামের আব্দুল মালেক খোকন (৪৭), একই উপজেলার ভাবকী গ্রামের আজিজুর রহমান বাবু (২৪) এবং পাটুনিপাড়া গ্রামের হাফিজুর রহমান (৪০)। তাদের মধ্যে আব্দুল মালেক খোকনের বিরুদ্ধে মেলান্দহ থানায় চুরির মামলা রয়েছে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের মনিরাজপুর ছোটগড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় জামালপুর মেডিকেল কলেজ এর বিপরীত পার্শে মৃত রইচ উদ্দিন আকন্দের ছেলে হাফিজুর রহমান আকন্দের পতিত জমিতে একটি ড্রাম ট্রাক থেকে অন্য ২টি গাড়িতে হস্তান্তরের সময় ৯ টি সাদা প্লাস্টিকের বস্তায় ১ হাজার ৪৩৪ বোতল ভারতীয় ফেনসিডিল, যার আনুমানিক মূল্য ২৮ লাখ ৬৮ হাজার টাকা এবং একটি চটের বস্তার ভিতর থেকে ২৪ বোতল আইকনিক ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা।

একই সময় মাদক কারবারের সাথে জড়িত ৩ জনকে গাড়িসহ আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে জামালপুর সদর থানা ওসি আবু ফয়সল মো. আতিক সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা এবং জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.