The Daily Adin Logo
সারাদেশ
ঠাকুরগাঁও প্রতিনিধি

শুক্রবার, ২১ মার্চ ২০২৫

আপডেট: শুক্রবার, ২১ মার্চ ২০২৫

ঠাকুরগাঁওয়ে মিলন হত্যায় গ্রেপ্তার ৪, রিমান্ড মঞ্জুর

ঠাকুরগাঁওয়ে মিলন হত্যায় গ্রেপ্তার ৪, রিমান্ড মঞ্জুর

ঠাকুরগাঁওয়ে অপহৃত মিলন হত্যায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ঠাকুরগাঁও আমলী আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ।

শুক্রবার (২১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মামুনুর রশিদ।

গ্রেফতারকৃতরা হলেন -ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর গ্রামের মো. মতিয়ার রহমানের ছেলে সেজান আলী (২৮), তার মা শিউলি বেগম, সেজান আলী ভাগ্নি ও কথিত প্রেমিকা সালন্দর শাহীনগর (তেলীপাড়া) গ্রামের মো. আব্দুর রাজ্জাকের মেয়ে মোছা. রত্না আক্তার ইভা (১৯) এবং আরাজি পাইকপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মুরাদ(২৫)।

ওসি মামুনুর রশিদ জানান, প্রথমে গ্রেপ্তার হওয়া সেজান, মুরাদ ও রত্না আক্তার ইভাকে জিজ্ঞাসাবাদের জন্য ঠাকুরগাঁও আমলী আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

নিহত মিলন হোসেন (২৩)  ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার খনগাঁও চাপাপাড়া গ্রামের পানজাব আলীর ছেলে। সে দিনাজপুর পলিটেকনিক কলেজের ছাত্র । 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.