The Daily Adin Logo
সারাদেশ
গাজীপুর প্রতিনিধি

শুক্রবার, ২১ মার্চ ২০২৫

আপডেট: শুক্রবার, ২১ মার্চ ২০২৫

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে কোনাবাড়ীতে বিক্ষোভ

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে কোনাবাড়ীতে বিক্ষোভ

ফিলিস্তিনে মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে কোনাবাড়ী উলামা পরিষদ ও বাংলাদেশ খেলাফত মজলিস কোনাবাড়ী থানা শাখা।

শুক্রবার (২১ মার্চ) বাদজুমা  মহানগরের কোনাবাড়ী থানার বিভিন্ন এলাকা থেকে মুসল্লীরা খন্ড খন্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে এসে মিলিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে নারায়ে তাকবির আল্লাহু আকবার ধ্বনিতে প্রকোম্পিত হয়ে উঠে কোনাবাড়ী এলাকা। এ সময় মুসল্লীরা দুনিয়ার মজলুম এক হও লড়াই করো, ওহুদের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো, ইসরায়েলের হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশে তাদের হাতে হামলার প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ডও দেখা যায়।

এ সময় বক্তব্য রাখেন কোনাবাড়ী ওয়ালামা পরিষদের সভাপতি মুফতী ওবায়দুল্লাহ বিন সাইদ, বাংলাদেশ খেলাফত মজলিস কোনাবাড়ী থানা শাখার সভাপতি মুফতী শেখ বেলাল মাহমুদী, সাধারণ সম্পাদক মুফতী আব্দুস সালাম বিন আখতার।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নেতানিয়াহু যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তাকে গণ হত্যার অপরাধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তার করতে হবে। দেশের সকল মুসলিম রাষ্ট্রকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ সময় বাংলাদেশের অন্তরবর্তী সরকারের কাছ থেকে  ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব দেওয়ার আহবান জানানো হয় সমাবেশ থেকে। এছাড়াও বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা সারা দেশে ইজরায়েলই পণ্য বয়কটের ঘোষণা দেন। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.