The Daily Adin Logo
সারাদেশ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শুক্রবার, ২১ মার্চ ২০২৫

আপডেট: শুক্রবার, ২১ মার্চ ২০২৫

আদিবাসী সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন

আদিবাসী সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন

সিরাজগঞ্জরে তাড়াশে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্বপ্নজয়ী অংশী পাঠশালার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) সকালে তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের আদিবাসী অধ্যুষিত সনগইপাড়ায় ঘরোয়া পরিবেশে এ পাঠশালার উদ্বোধন করেন, বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান।

এ সময় তিনি বলেন, এই পাঠশালাটি সুবিধাবঞ্চিত শিশুদের জীবন পরিবর্তনের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করবে। আমি মনে করি অজোপাড়া গ্রামের এ শিশুরা বিভিন্ন সুবিধা গ্রহণের পাশাপাশি নিজেদের চরিত্র গঠন করতে পারবে যা শুধু তাদের নিজেদের জন্যই নয় বরং সমাজের জন্যেও কল্যাণ বয়ে আনবে।

এছাড়াও নতুন প্রজন্মকে আনন্দপূর্ণ করে গড়ে তোলা, ঝরে পড়া রোধ করা এবং শিশুদের স্বপ্ন দেখিয়ে বড় করে তোলা। বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক ও সন্ত্রাস মুক্ত নতুন প্রজন্ম গড়ে তোলা।

স্বপ্নজয়ী অংশী পাঠশালার পরিচালক সাংবাদিক হাদিউল হৃদয়ের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অংশীর প্রতিষ্ঠাতা সভাপতি কথাসাহিত্যিক শ্যামলী খান, সনগইপাড়ার গ্রাম্য প্রধান উকিল চন্দ্র, সাংবাদিক লুৎফর রহমান, আইয়ুব আলী, শিক্ষক ঋতুপন্না ও মৌমিতা প্রমূখ।

পরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বপ্নজয়ী অংশী পাঠশালার প্রায় চল্লিশ জন শিক্ষার্থীর মাঝে শিশুতোষ গল্পের বই, চকলেট ও বিস্কুট উপহার দেয়া হয়। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.