The Daily Adin Logo
সারাদেশ
মুন্সিগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ২১ মার্চ ২০২৫

আপডেট: শুক্রবার, ২১ মার্চ ২০২৫

বেদেপল্লিতে যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৮

বেদেপল্লিতে যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৮

মুন্সীগঞ্জের লৌহজংয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণের মাদকদ্রব্য উদ্ধারসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ লাখ ৪২ হাজার টাকাও জব্দ করা হয়।

আজ শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ।

তিনি জানান, আজ ভোর সোয়া ৫ টার দিকে উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের বেঁদে পল্লীতে অভিযানে নামে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা। এসময় বেঁদে পল্লীতে তল্লাসি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করেন। একই সঙ্গে মাদক বিক্রির নগদ টাকা ও ১৩টি মোবাইল মোবাইল জব্দ করেন।

উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১০০ গ্রাম গাঁজা, ৭৩০পিস ইয়াবা ট্যাবলেট, ৪ গ্রাম আইস ও ২৫ গ্রাম হেরোইন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মো. রাজন ইসলাম (২২), আবু তালহা (১৪), মোসা. ঝিনুক (২২), মোসা. সুমনা (৩৫), ফারজানা আক্তার (৩৫), ওমর ফারুক (৩৭), আজিজুল (১৭), মো. আকাশ (২৭), মো. নীরব (২০), মো. রানা (২০), মো. এনামুল (৫৫), মো. মাগরিব (২৪), মোয়াজ্জেম মাল (৫৫), মো. রাকিব হোসেন (৩৪), দুলাল বেপারী (২২), মো. জুয়েল (৪৯), আওলাদ হোসেন (২৬) ও মাহিন মোল্লাা (১৯)।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.