The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শনিবার, ২২ মার্চ ২০২৫

আপডেট: শনিবার, ২২ মার্চ ২০২৫

২০ ফুট লম্বা অজগর লোকালয় থেকে উদ্ধার

২০ ফুট লম্বা অজগর লোকালয় থেকে উদ্ধার

বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলার সোনাতলা গ্রাম থেকে ২০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১মার্চ) বিকেলে সোনাতলা গ্রামের মালেক গাজীর বাড়ির বাগান থেকে অজগরটি উদ্ধার করেন কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা। উদ্ধারকৃত অজগরটি শুক্রবার সন্ধ্যায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি) লিডার মোঃ খলিলুর রহমান জানান, সোনাতলা গ্রামের জনৈক মরিয়ম বেগমের একটি ছাগল খোঁজ করে না পেয়ে বিকালে প্রতিবেশী মালেক গাজীর বাড়ির বাগানে গিয়ে দেখেন, বিশাল একটি অজগর তার বকরি ছাগলটিকে আক্রমণ করে মেরে ফেলেছে এবং মৃত ছাগলটিকে পেঁচিয়ে ধরে রেখেছে।

পরে সিপিজি সদস্য ও ভিটিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে গেলে সাপটি ছাগলটিকে ছেড়ে দিয়ে পার্শ্ববর্তী ঝোপের মধ্যে আশ্রয় নেয়। পরে তল্লাশি চালিয়ে অজগরটিকে উদ্ধার করা হয়।

২০ ফুট লম্বা অজগরটির ওজন ৫৫ কেজি।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন বলেন, সোনাতলা গ্রামের মালেক গাজীর বাড়ির বাগান থেকে উদ্ধার করা অজগরটি বনরক্ষীদের সহায়তায় সিপিজি ও ভিটিআরটির সদস্যরা শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় শরণখোলা স্টেশন অফিস সংলগ্ন সুন্দরবনে বনে অবমুক্ত করা হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.