The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

রবিবার, ২৩ মার্চ ২০২৫

আপডেট: রবিবার, ২৩ মার্চ ২০২৫

সাঁতরে রফিকুলের লক্ষ্য বঙ্গোপসাগরে পৌঁছানো

সাঁতরে রফিকুলের লক্ষ্য বঙ্গোপসাগরে পৌঁছানো

বঙ্গোপসাগরকে ছোঁয়ার লক্ষ্যে কুড়িগ্রাম থেকে সাঁতার শুরু করেছেন সিরাজগঞ্জের বেলকুচির রফিকুল ইসলাম।

এর আগে শনিবার (২২ মার্চ)  যমুনা নদী হয়ে ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ২৯ দিনের মাথায় চাঁদপুরের পদ্মা মেঘনা ডাকাতিয়ার মিলনস্থল মোলহেডে বর্তমানে পৌঁছেছেন।

শনিবার (২৩ মার্চ) বিকেলে সাঁতরে চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেডে পৌঁছানোর পর রফিকুলকে স্বাগত জানান তার স্ত্রী বাংলাদেশে প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদার ও চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ।

রফিকুল ইসলাম জানান, দেশের ভেতরে ৫৫০ কিলোমিটার নদীপথ সাঁতরে বঙ্গোপসাগরে পৌঁছানোর লক্ষ্য নিয়ে গত ২১ ফেব্রুয়ারি ভোরে কুড়িগ্রামের সীমান্তবর্তী ঝুনকারচর থেকে সাঁতার শুরু করেন তিনি। তিনি মেঘনায় ১৫০ কিলোমিটার পাড়ি দিয়ে বঙ্গোপসাগরে পৌঁছাতে চেয়েছিলেন ২৬ মার্চের মধ্যেই। কিন্তু ঢাকায় অফিস থাকায় তিনি বাকি ১৫০ কিলোমিটার শুরু করবেন ঈদের ছুটির মধ্যেই।

রফিকুল ইসলাম আরও বলেন, সাঁতার কেটে নদী এবং নদী পাড়ের মানুষের সঙ্গে পরিচিত হওয়াই ছিলো আমার লক্ষ্য। আমাকে দীর্ঘ এই নদীপথ সাঁতরে পাড়ি দিতে সার্বক্ষণিক সাহস যুগিয়েছেন আমার স্ত্রী নিশাত মজুমদার।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.