The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

রবিবার, ২৩ মার্চ ২০২৫

আপডেট: রবিবার, ২৩ মার্চ ২০২৫

পিরোজপুরে ৩৫টি চুরি হওয়া মোবাইল উদ্ধার করল পুলিশ

পিরোজপুরে ৩৫টি চুরি হওয়া মোবাইল উদ্ধার করল পুলিশ

পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ৩৫টি মোবাইল, ভুল নম্বারে চলে যাওয়া বিকাশের টাকা, হ্যাকড হওয়া ১টি ফেইসবুক একাউন্ট ১টি মটরসাইকেল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিয়েছে পিরোজপুর জেলা পুলিশ।

রোববার (২৩ মার্চ) সকাল বেলা ১১টায় এসব মোবাইল ও ভুল নম্বারে চলে যাওয়া বিকাশের ৪৫০০ টাকা, হ্যাকড হওয়া ১টি ফেইসবুক একাউন্ট এবং একটি হারানো মোটরসাইকেল মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, পুলিশের আইসিটি এন্ড মিডিয়া শাখার এরকম উদ্ধারজনিত কার্যক্রম করে থাকে। জেলা পুলিশ ইতিপূর্বেও এরকম উদ্ধারজনিত কাজ করে সবসময় জনগণের পাশে থেকেছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.