The Daily Adin Logo
সারাদেশ
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

রবিবার, ২৩ মার্চ ২০২৫

আপডেট: রবিবার, ২৩ মার্চ ২০২৫

বীরগঞ্জে ভিজিএফের চাল নিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

বীরগঞ্জে ভিজিএফের চাল নিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফের চাল নিতে গিয়ে অসুস্থ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ মার্চ) দুপুরে ঈদ-উল-ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নের ২০২৪-২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০ কেজি ভিজিএফ এর চাল আনতে গিয়ে ইউনিয়ন পরিষদ চত্বরে মারা যান এছাদ্দিন আলী (৮০) নামে এক বৃদ্ধ।

মৃত এছাদ্দিন আলী ওই ইউনিয়নের ঘোড়াবান্দ সাহাপাড়া গ্রামের মৃত সুরুভায়ার ছেলে।  

ইউপি সদস্য নয়ন জানান,  দুপুর থেকে ঈদের বিশেষ ভিজিএফ কার্ডের চাল দেয়া শুরু হয়। বৃদ্ধা এছাদ্দিন আলী চাল সংগ্রহ করতে এসে অসুস্থ হলে স্থানীয়রা ভ্যানে উঠিয়ে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ‎বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর আহমেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, বিষয়টি দুঃখজনক। খবর পাওয়ার পর মৃত এছাদ্দিন আলীর বাড়িতে যাই। এছাড়া তার পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়ার চেষ্টা চালাচ্ছি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.