The Daily Adin Logo
সারাদেশ
নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২৩ মার্চ ২০২৫

আপডেট: রবিবার, ২৩ মার্চ ২০২৫

বিজিবি সদস্য বেলালের বাড়িতে শোকের মাতম

বিজিবি সদস্য বেলালের বাড়িতে শোকের মাতম

মায়ের কোলে ১৮ মাসের অবুঝ শিশু আনহা বিন হাসান পিতার আদর সোহাগ বোঝার বয়স হয়নি এখনো। 

বাবা শব্দের সাথে পরিচিত হবার আগেই পিতাকে হারিয়ে ফেলেছে সে। 

অবুঝ আনহা জানেই না তার বাবা আর কোনোদিন তাকে কোলে নিয়ে আদর করবে।

বাবা বলে আর কাউকে ডাকতে পারবে না। কারণ তার বাবা বিজিবি সদস্য বেলাল হাসান কর্তব্যরত অবস্থায় কক্সবাজারের টেকনাফে মৃত্যুবরণ করেছেন।

রোববার (২৩ মার্চ) দুপুরে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ গোলারচর এলাকায় বঙ্গোপসাগর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত বিজিবি সদস্য মোহাম্মদ বেলাল হাসান মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের বজলুর রহমানের ছেলে।

নিহত বেলালের আনহা বিন হাসান ছাড়াও আরও একটি ৮ বছরের কন্যাসন্তান রয়েছে।

রোববার বিকেলে নিহত বেলালের বাড়ি কাজিয়াতলে গিয়ে দেখা যায় পরিবারে চলছে শোকের মাতম।

তার মা বাবা ও স্ত্রী রোকসানা চিৎকার করে বারবার মূর্ছা যাচ্ছেন। সন্তান হারা মা যেন বাকশক্তি হারিয়ে ফেলেছেন।

নিহতের ভাই নাজমুল হাসান বলেন, শনিবার বিকেলে বিজিবি থেকে আমাদের বাড়িতে দুজন লোক আসে।

এসে বলে যে আমার ভাই বেলাল হাসান শুক্রবার রাতে কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা উদ্ধার করাকালে নিখোঁজ হয়েছেন। তাকে এখনো পাওয়া যায়নি।

রোববার দুপুরে আমরা কুমিল্লা বিজিবি ক্যাম্পে যাওয়ার পরপর সেখানে খবর আসে যে রাখাইন এলাকায় আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে।

প্রশ্ন হলো যে আমার ভাই শুক্রবার নিখোঁজ হয়েছেন। আমাদের জানানো হয়েছে শনিবার বিকেলে। এর কারণ কি। এর পিছনে কোনো রহস্য আছে কি না এটা খতিয়ে দেখা দরকার।

নিহতের বাবা বজলুর রহমান বলেন, আমার ছেলের মৃত্যুটা রহস্যজনক মনে হচ্ছে। মনে হয় কিছু গোপন করা হয়েছে। 

নিহতের স্ত্রী রোকসানা খানম চিৎকার করতে করতে বলেন, কথা ছিল ২৫ তারিখে ছুটি নিয়ে বাড়িতে আসবে। বাড়িতে ঈদ করবে।

এখন আমাকে সাগরে ভাসিয়ে সে চিরকালের জন্য ছুটি নিয়ে চলে গেছে। দুটি অবুঝ শিশুসন্তান নিয়ে আমি এখন কোথায় দাঁড়াব।

নিহত বেলালের ভাই নাসির উদ্দিন জানান, রোববার রাত ৮টার দিকে লাশ নিয়ে কক্সবাজার থেকে কুমিল্লার দিকে রওনা হয়েছে। সোমবার দুপুরে লাশ দাফন করার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবির ঘটনায় নারী-শিশুসহ ২৫ জন রোহিঙ্গা জীবিত উদ্ধার করে।

ওই সময় বিজিবির সদস্যসহ আরও বেশ কিছু রোহিঙ্গা নিখোঁজ হন। 

রোববার দুপুরে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ গোলারচর এলাকা বঙ্গোপসাগরে নিখোঁজ থাকা বিজিবি সিপাহি মো. বিল্লাল হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.