The Daily Adin Logo
সারাদেশ
যশোর প্রতিনিধি

সোমবার, ২৪ মার্চ ২০২৫

আপডেট: সোমবার, ২৪ মার্চ ২০২৫

যশোরে বিএনপির ৩ নেতা বহিষ্কার

যশোরে বিএনপির ৩ নেতা বহিষ্কার

যশোরে বিএনপির ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, চালুয়াহাটী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ও কেশবপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী।

রোববার (২৩ মার্চ) জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও চালুয়াহাটী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং দলের নেতাকর্মীদের তাদের সাথে কোনো সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয় কেশবপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরীর সাংগঠনিক সম্পাদক পদসহ প্রাথমিক সদস্যপদ দুই মাসের জন্য স্থগিত করা হলো। এই সময়ের মধ্যে তিনি সংশোধন হয়েছেন বলে প্রমাণিত হলে, তিনি স্বপদ ফিরে পাবেন। নতুবা চূড়ান্তভাবে বহিষ্কৃত হবেন।

এ ছাড়াও কেশবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলামকে তার বিরুদ্ধে আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এই ধরনের অভিযোগ আসলে দল সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.