The Daily Adin Logo
সারাদেশ
বাগেরহাট প্রতিনিধি

সোমবার, ২৪ মার্চ ২০২৫

আপডেট: সোমবার, ২৪ মার্চ ২০২৫

সুন্দরবনে ফের আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

সুন্দরবনে ফের আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

সুন্দরবনের তেইশের ছিলার শাপলার বিল এলাকার আগুন নতুন করে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মতিয়ার রহমান জানান, ‍‍‘কলমতেজী এলাকার আগুনের তুলনায় এটি আরও তীব্র। আগুন বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। বাগেরহাট ও খুলনা থেকে ছয়টি ফায়ার সার্ভিস ইউনিট রোববার থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পানি ছিটানো শুরু হয়েছে।‍‍’

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন, ‍‍আমরা যখন কলমতেজী টহল ফাঁড়ির আগুন নেভানোর কাজ করছিলাম, তখন শাপলার বিল এলাকায় নতুন করে আগুনের সূত্রপাত।‍‍

তিনি জানান, ড্রোন ও জিপিএস ট্র্যাকিং ব্যবহার করে ফায়ার সার্ভিস কর্মীরা গতকাল সকাল সাড়ে ১১টার দিকে আগুনের উৎস শনাক্ত করেন এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

এই বন কর্মকর্তা বলেন, এখানে এসে আমরা কিছু এলাকায় তীব্র আগুন দেখতে পাই। অন্যদিকে কিছু জায়গা থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। বনের ভেতরে হালকা বাতাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। স্থানীয় গ্রামবাসী ও বন কর্মকর্তাদের সহায়তায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছি। এরপর পাইপের সাহায্যে আমরা পানি দেওয়া শুরু করেছি।

তবে কত একর বনভূমি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কলমতেজীর মতো, শাপলার বিলের আশপাশেও পানির উৎস তিন কিলোমিটার দূরে।

কলমতেজির আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকলেও এলাকাটি পর্যবেক্ষণে রয়েছে।

শনিবার সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কলমতেজী টহল ফাঁড়ি এলাকায় আগুন লাগে। তবে ফায়ার সার্ভিস সেটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবুও সতর্কতার জন্য এলাকাটি নজরদারিতে রাখা হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাসের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.