The Daily Adin Logo
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সোমবার, ২৪ মার্চ ২০২৫

আপডেট: সোমবার, ২৪ মার্চ ২০২৫

ভিজিএফ কার্ড বিতরণ: হেফাজত ও সমন্বয়কের ২১ কার্ড

ভিজিএফ কার্ড বিতরণ: হেফাজত ও সমন্বয়কের ২১ কার্ড

সম্প্রতি বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিনা আক্তারের বিরুদ্ধে ভিজিএফের চাল বিতরণে নানা অভিযোগ উঠেছে।

জানা যায়, চাল কম দেওয়া থেকে শুরু করে ভিজিএফ কার্ড বিতরণেও অনিয়ম রয়েছে।

বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যান সেলিনা উল্লেখ করেন, ইউনিয়নে ১০৪৫টি কার্ডের মধ্যে ১২ জন মেম্বারের মাঝে ৭০টি করে মোট ৮৪০টি কার্ড বিতরণ করা হয়।

বাকি ভিজিএফ কার্ড বিএনপি, হেফাজতে ইসলাম ও সমন্বয়কদের মাঝে বিতরণ করা হয়। যার মধ্যে হেফাজতে ইসলাম ও ছাত্র প্রতিনিধিরা পেয়েছেন মোট ২১টি কার্ড।

হেফাজতে ইসলাম ও ছাত্র-জনতার (সমন্বয়ক) সাথে কথা বলে জানা যায়, তারা মোট ২১টি কার্ড প্যানেল চেয়ারম্যান সেলিনার মাধ্যমে পেয়েছে। ২১টি ভিজিএফ কার্ড তারা বিভিন্ন গ্রামের ২১ জন হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করেছেন। যাদের নাম ও এনআইডি কার্ড কপি সংগ্রহ করে রাখা আছে।

বিজয়নগর উপজেলা হেফাজতে ইসলামের সহ তথ্য ও প্রকাশনা সম্পাদক মো. রাইহান উদ্দিন জানান, ১১টি ভিজিএফ কার্ড পেয়েছি এবং সাথে সাথে গরিবদের মাঝে বিতরণ করে দিয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা প্রতিনিধি (সমন্বয়ক) জানায়, পাহাড়পুর ইউনিয়নে কোনো সমন্বয়ক নেই বা কোনো কমিটিও নাই।

আমরা মূলত ছাত্র-জনতা প্রতিনিধি, প্যানেল চেয়ারম্যান সেলিনা আক্তার আমাদের ১০টি কার্ড দিয়েছেন এবং আমরা সাথে সাথে সে কার্ডগুলো কয়েকটি ওয়ার্ডের গরিব অসহায়দের মাঝে বিলিয়ে দেই ৷

যাদের কার্ড দিয়েছি তাদের প্রত্যেকের এনআইডি কার্ডের তথ্য আমাদের কাছে সংরক্ষিত রয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.