The Daily Adin Logo
সারাদেশ
নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২৪ মার্চ ২০২৫

আপডেট: সোমবার, ২৪ মার্চ ২০২৫

আলোচিত সেই ‘হাতকাটা টুনটুনি’ গ্রেপ্তার

আলোচিত সেই ‘হাতকাটা টুনটুনি’ গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর থেকে যুবলীগ কর্মী ও মানিক হত্যার প্রধান আসামি হাতকাটা সৌরভ ওরফে হাতকাটা টুনটুনিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ মার্চ) সকালে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা  হলেন- ঈশ্বরদী উপজেলার রূপপুর দিয়ার বাঘইল এলাকার তানজির আহমেদ তুহিনের ছেলে সৌরভ হোসেন (৩৬) ও মেহেদী হাসান শাওন (২৬) এবং একই এলাকার ফজলুর ছেলে সুইট (২৫)।

ঈশ্বরদী থানার ওসি মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকা থেকে তিন আসামিকে গ্রেপ্তার করি। গেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এর আগে হত্যা মামলায় আরও পাঁচ আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাদের বিরুদ্ধে আগেও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৮ মার্চ সকালে রূপপুর এলাকার ইউনুস আলীর ছেলে ওয়ালিফ হোসেন মানিক নিজ বাড়ি থেকে পাবনা যাওয়ার পথে মক্কা হোটেলের কাছে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে কুখ্যাত সন্ত্রাসী সৌরভ হোসেন (হাতকাটা টুনটুনি)-সহ তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত মানিকের বাবা ইউনুস আলী বাদী হয়ে টুনটুনিসহ ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় মামলা করেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.