The Daily Adin Logo
সারাদেশ
লক্ষ্মীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

আপডেট: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালক নিহত, আহত ৬

কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালক নিহত, আহত ৬

লক্ষ্মীপুরের কমলনগরে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা চালকের (৫০) মৃত্যু হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় শিশু ও নারীসহ আরও ৬ জন আহত হয়।

সোমবার (২৪ মার্চ) ইফতারের আগ মুহুর্তে কমলনগর উপজেলার হাজিরহাট মিল্লাত একাডেমি এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন-ইফতি, আব্বাস উদ্দিন, রিপন, সাকিব, বিবি কুলসুম ও শিশু ওমর ফারুক। তারা কমলনগর ও রামগতি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এরমধ্যে ইফতিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও সদর হাসপাতাল সূত্র জানায়, যাত্রী নিয়ে করুনানগর বাজার থেকে অটোরিকশা চালক হাজিরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে যায়।

এতে চালকসহ ৭ জন আহত হয়। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সদর হাসপাতালে নেওয়া হয়। সদর হাসপাতালে নিলে চালককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সদর হাসপাতালে আহত ৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন, দুর্ঘটনায় নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। এছাড়া আহত ৫ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন মারা গেছেন। এছাড়া ৬ জন আহত রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে শুনেছি। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। ঘাতক পিকআপটি জব্দ রয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.