The Daily Adin Logo
সারাদেশ
গাজীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

আপডেট: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

বকেয়া বেতন না দিয়ে হঠাৎ কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন না দিয়ে হঠাৎ কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে আজ মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈর কামরাঙ্গীচালা এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকেরা সকাল সাড়ে ৭টা থেকে এক ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন।

খবর পেয়ে গাজীপুর শিল্পপুলিশ, থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন।

কামরাঙ্গীরচালা এলাকায় হ্যাগ নীট ওয়্যার নামের কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। শ্রমিকেরা কয়েক দিন ধরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবি জানিয়ে আসছেন। কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করছে না। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে শ্রমিকরা কাজে গিয়ে দেখেন, কারখানার ফটকে তালা। কারখানা বন্ধ দেখতে পেয়ে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর শিল্পপুলিশ, থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ৮টা থেকে আবার যানবাহন চলাচল শুরু হয়। সকাল ৯টার দিকে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করছিলেন।

মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক আছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছে; তাদের এনে শ্রমিকদের বেতন দেওয়ার ব্যবস্থা করা হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.