The Daily Adin Logo
সারাদেশ
কুড়িগ্রাম প্রতিনিধি

রবিবার, ৩০ মার্চ ২০২৫

আপডেট: রবিবার, ৩০ মার্চ ২০২৫

ব্রহ্মপুত্র নদ থেকে ধরা পড়লো ৯৫ কেজির বাঘাইড়

ব্রহ্মপুত্র নদ থেকে ধরা পড়লো ৯৫ কেজির বাঘাইড়

ব্রহ্মপুত্র নদ থেকে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের আকালু (৫৫) নামের এক জেলের জালে ৯৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি জেলার চিলমারী উপজেলার রমনা ঘাট এলাকায় নিয়ে আসেন মাছ ব্যবসায়ী ফুল মিয়া (৪২)।

এত বড় বাঘাইড় মাছটিকে দেখতে সেখানে ভীড় জমায় উৎসুক জনতা পরে সেখানে মাছটি কেটে ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।

স্থানীয়রা জানান, রোববার (৩০ মার্চ) সকালে যাত্রাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে জেলে আকালু জাল ফেলেন। তার জালে ৯৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। জেলের নিকট থেকে মাছটি কিনে নেন রমনা ডাটিয়াপাড়া এলাকার মাছ ব্যবসায়ী ফুল মিয়া। এ সময় ওই ঘাটে মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান।

পরে দুপুরে উপজেলার টোলোরমোড় এলাকায় মাছ ব্যবসায়ী ফুল মিয়া ৯৫ কেজি ওজনের মাছটি কেটে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকায় খুচরা বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী ফুল মিয়া জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে মাঝে মধ্যে বিভিন্ন ওজনের বাঘাইড় মাছ ধরা পড়ছে। বাজারে এ মাছের চাহিদাও রয়েছে। বিভিন্ন ঘাট থেকে মাছ কিনে কেটে খুচরা বিক্রির কথা জানান তিনি। যা সামর্থ্যবানরা কিনে নেন।

উপজেলার মৎস্য অফিসার মো. বদরুজ্জামান রানা  জানান, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় বড় বড় মাছ ধরা পড়ছে। মৎস্য বিভাগের পক্ষ থেকে এইসব এলাকায় এ ধরনের মাছের জন্য অভয়াশ্রম গড়ে তুলে তাদের রক্ষা করতে চেষ্টা করা হচ্ছে। যেন তারা নদীতে বংশ বিস্তার করতে পারে।

 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.